আপনার নিজের দোষেই, আপনি বেকার!

আপনার নিজের দোষেই, আপনি বেকার!

বর্তমানে মাষ্টার্স ডিগ্রী পাস দেয়া সার্টিফিকেট ধারী বেকারের সংখ্যাই মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি। তার একমাত্র কারন তারা -এখনো বুঝতেই পারছে না – বর্তমান ডিজিটাল বাংলাদেশের এই যুগে ঠিকে থাকতে হলে, সার্টিফিকেট এর চেয়েও দক্ষতার গুরুত্ব বেশি। তাই দক্ষতা উন্নয়নে ফাঁকিবাজি করা যাবে না, অন্যথায় বেকার বসে থাকতে হবে।

আপাতত ৫ টি সেক্টরের কথা বলছি, যেগুলোর চাহিদা বর্তমানে সব চেয়ে বেশি –
১। গ্রাফিক্স ডিজাইনার
২। মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট
৩। ভিডিও এডিটর
৪। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট
৫। ওয়েব ডিজাইনার

উপরে উল্লেখিত সেক্টর গুলোর চাহিদা বাংলাদেশেই লক্ষাধিক। বিভিন্ন অফিস বা লোকাল মার্কেট তো আছেই, আপনি চাইলে এসব দক্ষতা দিয়ে ফ্রিল্যান্সিংও করতে পারেন, এমনকি উদ্যোক্তাও হতে পারেন। বেকারত্ব দূর করার উদ্দ্যেশ্যে আমাদের ‘স্কিল ডেভেলাপমেন্ট সেল’ নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বেকারদের হাতে সব সময়ই টাকা পয়সার সংকট থাকে, তাই কোর্সের ফি, খরচ যত কমানো যায়, যত কম খরচে ভালো প্রশিক্ষণ নিশ্চিত করা যায় এবং দক্ষ করে তোলা যায় সেটাই প্রধান লক্ষ্য। এটি নন প্রফিট দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান, তাই কোর্স ফি সকলের জন্য Affordable এবং গরীব মেধাবীদের জন্য ফ্রি।

Affordable, Reliable & Practical Learning Center

www.skilldevelopmentcell.com
A non-profitable institution that is making youths technically skilled by hands-on practical training and preparing them as a skilled workforce for the future job market.

হাজার হাজার প্রতিষ্ঠানে বিভিন্ন ‘পদ/ চেয়ার’ খালি পরে আছে। বাইরের এজেন্সীকে দ্বিগুণ পয়সা দিয়ে কাজ করাতে হচ্ছে, শুধু মাত্র দক্ষ লোকের অভাবে। মোট কথা হলো -শুধু সার্টিফিকেট নিয়ে বসে না থেকে, সুযোগ গুলো কাজে লাগান। নিজেকে দক্ষ করতে পারলে, চাকরি আপনাকে খুঁজতে হবে না। চাকরি নিজেই আপনাকে খুঁজে নিবে।

প্রকৌশলী সোমেন কানুনগো; প্রতিষ্ঠাতা, ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব।

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin
Share on skype
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on print