Training on How to Use G-Suite Professionally

Training on How to Use G-Suite Professionally

Training on How to Use G-Suite Professionally

দক্ষতা উন্নয়ন ও প্রসারে ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব (ডিইসি) এর ধারাবাহিক কার্যক্রমের এবারের আয়োজনে ছিল “Training on How to Use G-Suite Professionally” যা অনলাইন প্লাটফর্ম গুগল মিট এর মাধ্যমে অনুষ্ঠিত হয় আজ ২৬ নভেম্বর, শুক্রবার, রাত ৮.৩০ টা হতে রাত ১১.০০ টা পর্যন্ত।

সদস্যদের দক্ষতা সুনিশ্চিতের লক্ষ্যে ডিইসি’র টেকনিক্যাল ওয়ার্কশপ টীম কো-অর্ডিনেটর জনাব নাইম উদ্দিন আহমেদ খান আড়াই ঘন্টা ব্যাপী এই ট্রেনিং সেশনটি পরিচালনা করেন।

Live Training on Google Meet

Google Suite এর কার্যকর ব্যবহার আমাদের দৈনন্দিন কাজে নিজেদের প্রফেশনালিজম প্রকাশের অন্যতম একটি মাধ্যম।

প্রেজেন্টেশন, প্রতিবেদন লেখা, ভয়েস টাইপিং, অনলাইন ফরম তৈরী, এক্সেল অ্যাকাউন্টিং এবং আরো অনেক কিছুর পাশাপাশি একটি সম্পূর্ণ ওয়েবসাইট ও তৈরি করা যায় G-Suite এর সাহায্যে। এক্ষেত্রে কোনো ভারী সফট্ওয়্যার ইনস্টলেশনের জন্য যেতে হয় না, কেবলমাত্র ইন্টারনেট এবং পিসি বা স্মার্টফোন থাকলেই কাজগুলো অনায়াসে করে নেওয়া যায়।

G-Suite এর সবচেয়ে ভালো দিক হল যেকোন জায়গা হতেই বন্ধুদের বা অফিসের সহকর্মীদের সাথে একযোগে কাজ করা সম্ভব হয়। গুগলের অসাধারণ এই ফিচার G-Suite এর যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে এই ট্রেনিং সেশনে ব্যবহারিক ভাবে দেখানো হয়।

G-Suite শেখা এবং তা ব্যবহার করার মাধ্যমে জীবনের প্রতিটি অংশে নিজেদের আরও দক্ষ ও কার্যকরী হিসেবে গড়ে তুলতে এটি ছিল এক ফলপ্রসূ আয়োজন।ডিইসি’র সম্মানিত প্রেসিডেন্ট জনাব সৈকত বিশ্বাংগ্রী, ভাইস প্রেসিডেন্ট সায়মা খন্দকার নমি, সেক্রেটারি জনাব আবিদুর রহমান আসিফ এবং সেক্রেটারিয়েট মেম্বার রাজীব চন্দ্র নাথ ট্রেনিং সেশনে যুক্ত থেকে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক, উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা, কর্পোরেট জব হোল্ডার, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডিইসির সম্মানিত সদস্যবৃন্দ এতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

#GSuite #GoogleDoc #GoogleSheet #GoogleSite #GoogleForm #TechnicalTraining #Workshop #DECBD #CDT

Image Gallery:

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin
Share on skype
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on print