এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি ডিইসি’র

এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি ডিইসি’র

ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব (ডিইসি) এর উদ্যোগে আজ ২১শে জুলাই ২০২১ তারিখে চট্টগ্রামের, হালিশহর বিডিআর মাঠের চারপাশে ফলজ, বনজ ও ঔষধি সহ মোট ১০০ টি চারাগাছ রোপণ করার মধ্য দিয়ে শুরো হলো ১০০০ বৃক্ষরোপন কর্মসূচি।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচির সহযোগি হিসেবে কাজ করছে কানেক্ট দ্যা ডটস ফাউন্ডেশন।

ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের এক্সিকিউটিভ সদস্য জনাব মোশাররফ হোসাইন জনি’র নেতৃত্বে ক্লাবের সদস্যরা নিজ হাতে এসব চারাগাছ রোপণ করেন। এতে ক্লাবের প্রতিষ্ঠাতা সোমেন কানুনগো, সদস্যদের মধ্যে শওকত আলী, বসুন্ধরা দাশ, সানজিদা সুলতানা, সাজ্জাদ হোসেন, জাফর সাদেক, ফয়সাল, তানভীর মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ‘ডিইসি’ চট্টগ্রামের বিভিন্ন স্থানে জুলাই মাসের মধ্যে মোট ১০০০ বৃক্ষরোপণ করবে।

ফেইসবুক ইভেন্টঃ ১০০০ বৃক্ষরোপণ কর্মসূচি ডিইসি’র

নিউজ লিংকঃ
Daily Purbodesh: এক হাজার চারা রোপণের লক্ষ্য ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের

#বৃক্ষরোপণ #ডিইসি #কানেক্ট_দ্যা_ডটস #decbd #dec

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin
Share on skype
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on print