সুত্রঃ ডিইসি/মাস/ সভা/১১/২০২১
সম্মানিত সদস্যবৃন্দ,
আশা করি ভালো আছেন।
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১২ নভেম্বর, ২০২১ খ্রিঃ (রোজঃ শুক্রবার) বিকেল ৩:০০ ঘটিকায় ‘ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব’ (ডিইসি) এর চলতি নভেম্বর মাসের ‘সাধারণ সভা’ এবং সদ্য নিযুক্ত সদস্যদের বরণ অনুষ্ঠিত হবে, যা সমন্বয় করবেন সাধারণ সদস্য কলি দাশ (সদস্যপদ নংঃ DEC20-180)।
উক্ত সভায় ক্লাবের সকল পর্যায়ের সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য একান্ত আহ্বান করা গেল।
স্থানঃ ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব প্রাঙ্গণ।
ধন্যবাদান্তে –
সৈকত বিশ্বাংগ্রী,
সভাপতি (২০২১-‘২২),
ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব, বাংলাদেশ।