২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিইসি বাংলাদেশ (D Engineers’ Club) গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করেছে। ডিইসি সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেক বীর মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছিলেন। তাদের এই ত্যাগের স্বীকৃতি হিসেবে ২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে।
এই দিনে, ডিইসি বাংলাদেশ ভাষার গুরুত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রকৌশল ও প্রযুক্তিগত দক্ষতা, ক্যারিয়ার ও নেতৃত্ব বিকাশের সঙ্গে সঙ্গে মাতৃভাষার চর্চা ও সংরক্ষণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!”
#DEC_Bangladesh #ডিইসি #dengineersclub #InternationalMotherLanguageDay #21stFebruary #BanglaLanguage #LanguageMovement— at চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার.