সুত্রঃ ডিইসি/মিটিং ২০২১
সম্মানিত সদস্যবৃন্দ,
আশা করি ভালো আছেন।
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০ আগষ্ট, ২০২১ খ্রিঃ (রোজঃ শুক্রবার) বিকেল ৩ঃ০০ ঘটিকায় “ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব (ডিইসি)” এর চলতি আগষ্ট মাসের ‘সাধারণ সভা’ অনুষ্ঠিত হবে। যা সমন্বয় করবেন আরিফুর রহমান নয়ন (সদস্যপদ নং : DEC17-066)।
উক্ত মিটিং এ ক্লাবের সকল পর্যায়ের সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য একান্ত আহ্বান করা হলো।স্থানঃ ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব প্রাঙ্গণ।
স্থানঃ ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব প্রাঙ্গণ।
ধন্যবাদান্তে –
সৈকত বিশ্বাংগ্রী,
সভাপতি (২০২১-‘২২),
ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব, বাংলাদেশ।