ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের আগস্ট মাসের সাধারন সভা অনুষ্ঠিত এবং ক্যাবিনেটের দ্বায়িত্ব হস্তান্তর

ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের আগস্ট মাসের সাধারন সভা অনুষ্ঠিত এবং ক্যাবিনেটের দ্বায়িত্ব হস্তান্তর

আজ ২০শে আগষ্ট রোজ শুক্রবার বেলা ৩ঃ০০ ঘঠিকায় ডিইসি প্রাঙ্গনে নব গঠিত কার্যকরী কমিটি (২০২১-২০২২) এর অধীনে প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের নব নিযুক্ত ব্র্যান্ড ও প্রমোশন সমন্বয়ক এবং উক্ত সভার সমন্বয়ক আরিফুর রহমান নয়ন’র সঞ্চালনায় এবং সকলের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সভা শুরু হয়।

উক্ত সভায় ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা সৌমেন কানুনগো , সভাপতি সৈকত বিশ্বাংগ্রী , সহ-সভাপতি বাবলু দাশ , সেক্রেটারি আবিদুর রহমান আসিফ , ট্রেজারার আশরাফুল ইসলাম সহ ক্যাবিনেট এর অন্যান্য সদস্যবৃন্দ এবং ডিইসির সকল স্থরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সাবেক ট্রেজারার তানজিলা আক্তার কর্তৃক নব নির্বাচিত ট্রেজারার আশরাফুল ইসলাম এবং সহকারী ট্রেজারার নাজিয়া সুলতানা প্লাবন এর নিকট দ্বায়িত্ব হস্তান্তর করা হয়।

ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের আগস্ট মাসের সাধারন সভা অনুষ্ঠিত এবং ক্যাবিনেটের দ্বায়িত্ব হস্তান্তর।

ক্যাবিনেট, সাধারণ এবং সহযোগি সদস্যগণের উপস্থিতিতে আজকের সভায় ডিইসির বেশ কিছু ইভেন্ট, ওয়ার্কশপ এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেইনিং এর চূড়ান্ত তারিখ ঘোষিত হয়। পাশাপাশি প্রত্যেক সদস্য তাদের নিজ নিজ কাজের আপডেট এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

জুলাই-আগস্ট মাসে ডিইসির বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় এবং কার্যকরী ভূমিকা পালন করায় সোশ্যাল ওয়েলফেয়ার টিম কোঅর্ডিনেটর মোশাররফ হোসাইন জনি’কে “মেম্বার অফ দা মান্থ” সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষে ক্লাবের সম্মানিত সভাপতি সৈকত বিশ্বাংগ্রী’র সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার ইতি ঘটে।
মিটিং পরবর্তী ক্লাবের সদস্যদের বার্থডে সেলিব্রেশন করা হয়।

নিউজ লিংকঃ
ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের আগস্ট মাসের সাধারন সভা অনুষ্ঠিত

গ্যালারীঃ

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin
Share on skype
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on print