নতুন বছর ২০২২কে স্বাগত জানাতে ডিইসি’র ”UnZip 2022” অনুষ্ঠিত

নতুন বছর ২০২২কে স্বাগত জানাতে ডিইসি’র ”UnZip 2022” অনুষ্ঠিত

Unzip 2022

প্রতিবছরের ৩১ শে ডিসেম্বর চলমান বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে ‘UnZip’ প্রোগ্রামের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে বরণ করে নেয় ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব (ডিইসি)। Unzip 2022.

প্রতিবারের ধারাবাহিকতায় এবারও ৩১ শে ডিসেম্বর ২০২১ তারিখে ডিইসি মিলনায়তনে সফলভাবে সম্পন্ন হল ‘UnZip 2022’।

দুপুর ২ঃ৩০ ঘটিকায় শুরু হয় মূল ইভেন্টের মূল কার্যক্রম। সম্পূর্ণ ইভেন্ট সমন্বয় করেন ডিইসি’র ব্র‍্যান্ড এন্ড মার্কেটিং কোওর্ডিনেটর জনাব আরিফুর রহমান নয়ন

এবারের UnZip এ উপস্থিত ছিলেন ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী জনাব সোমেন কানুনগো,বোর্ড ডিরেক্টর জনাব এহতেশামুল হক,প্রেসিডেন্ট জনাব সৈকত বিশ্বাংগ্রী, সেক্রেটারি জনাব আবিদুর রহমান আসিফ, ট্রেজারার আশরাফুল ইসলাম রাহাত, সেক্রেটারিয়েট মেম্বার রাজিব নাথ সহ ডিইসির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

ইভেন্টে সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হয় বিভিন্ন ধরনের ইনডোর গেইমস এবং সাংস্কৃতিক পরিবেশনা। সর্বশেষ পুরস্কার বিতরণী এবং কেক কাটার মধ্য দিয়ে সমাপ্ত হয় এবারের UnZip 2022.

মূলত পরবর্তী বছরে নতুন উদ্যম ও উৎসাহে কাজ করতে অনুপ্রেরণা জোগানোই হল এই আয়োজনের মূল লক্ষ।