CDT On SEO Friendly Web Content Writing

CDT On SEO Friendly Web Content Writing

SEO Friendly Web Content Writing

‘প্রশিক্ষণার্থী হতে প্রশিক্ষক’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিইসি’র অন্যতম উদ্যোগ ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং (CDT) এর অংশ হিসেবে শুরু হলো SEO Friendly Web Content Writing এর উপর বিশেষ কর্মশালা!!

সদস্যদের দক্ষতা সুনিশ্চিতের লক্ষ্যে ৪ দিন ব্যাপী এই আয়োজনের যার ছিল আজ ১ম দিন। পুরো ট্রেনিং জুড়ে প্রশিক্ষক হিসেবে ভূমিকা রাখছেন ডিইসি’র সদস্য এবং ২০২১-‘২২ কার্যপরিষদের সদস্য সমন্বয়ক জনাব শওকত আলী

Zoom Meeting

রাত ৯.০০ টায় এই অনলাইন প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রকৌশলী সোমেন কানুনগো, সভাপতি সৈকত বিশ্বাংগ্রী, সাধারণ সম্পাদক আবিদুর রহমান আসিফ এবং ট্রেজারার আশরাফুল ইসলাম রায়হাত।

ডিইসি’র প্রতিষ্ঠাতা জনাব সোমেন কানুনগো তার বক্তব্যে বলেন ডিইসি তার সদস্যদের দক্ষতা নিশ্চিতকরণে প্রতিনিয়ত কাজ করে চলেছে তারই ধারাবাহিকতায় CDT on SEO Friendly Web Content Writing এর উপর ট্রেনিং এবং যেখানে ট্রেইনার হিসেবে ভূমিকা রাখছেন ডিইসি’র-ই একজন সদস্য যা সত্যিকার অর্থেই গর্ব করার মতোন বিষয়।

সভাপতি সৈকত বিশ্বাংগ্রী তার বক্তব্যে সদস্যদের শুরু করে যথাযথ ভাবে শেষ করার জন্যে যথারীতি পরামর্শ দেন, কারণ হিসেবে তিনি বলেন, এই ধরনের ফ্রি ট্রেনিং যতই কার্যকরী হোক না কেন দেখা যায় শুরুর দিকে প্রশিক্ষণার্থী বলার মতোন থাকলেও শেষ দিকে কমতে থাকে ।

তাই এক্ষেত্রে সদস্যদের তিনি স্ব-দায়িত্বে নিজ দক্ষতা নিশ্চিতের স্বার্থে সক্রিয় থাকার একান্ত আহ্বান জানান।

#SEO #WebContent #DigitalMarketing #Skill #Leadership #Networking #Career #DECBD

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin
Share on skype
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on print