সিডিটি অন সিভি এন্ড রিজিওমি রাইটিং অনুষ্ঠিত

সিডিটি অন সিভি এন্ড রিজিওমি রাইটিং অনুষ্ঠিত

CDT ON CV RESUME WRITING

ক্যারিয়ার শুরু করার প্রথম ধাপ হলো আপনার সিভি।দক্ষতা উন্নয়নের পাশাপাশি নিজের প্রোফাইল হিসেবে নিজের সিভি তৈরি করতে পারাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

আজ ১৪ই জানুয়ারী ২০২২, শুক্রবার; গ্র‍্যাজুয়েড, শিক্ষার্থী ও ডিইসি সদস্যদের জন্য সিভি এন্ড রিজিওমি রাইটিং এর উপর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়। উক্ত ট্রেনিং সেশন এ ট্রেইনার হিসেবে ছিলেন ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব এর সম্মানিত সেক্রেটারি জনাব আবিদুর রহমান আসিফ

এতে বিভিন্ন শিক্ষার্থী, গ্র‍্যাজুয়েড ও ডিইসি সদস্যরা উপস্থিত ছিলেন। ট্রেনিং এর আলোচ্য বিষয় সমূহ ছিলঃ
➤সিভি ও রিজিউমি’র পার্থক্য এবং ব্যবহার ক্ষেত্র
➤ক্ষেত্র অনুসারে সিভি’র প্রকার এবং কোন ধাপে কীভাবে সিভি প্রস্তুত ও উপস্থাপন করতে হবে
➤সিভিতে কোন তথ্যসমূহ লিখা উচিত এবং কোন গুলা বর্জন করা উচিত
➤দক্ষতা ও অভিজ্ঞতা কোনটি সিভিতে উল্লেখ্য করা যাবে, কোনটি না
➤মেইলিং এড্রেস (বর্তমান ঠিকানা) & পার্মানেন্ট এড্রেস এর ব্যবহার
➤ক্যারিয়ার অবজেক্টিভ & প্রফেশনাল অবজেক্টিভ এর পার্থক্য
➤জবের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার ইত্যাদি।

এই প্রশিক্ষন আয়োজনে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের সাধারন সদস্য আস-আদ নূর হোসাইন।

গ্যালারীঃ

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin
Share on skype
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on print