ক্যারিয়ার শুরু করার প্রথম ধাপ হলো আপনার সিভি।দক্ষতা উন্নয়নের পাশাপাশি নিজের প্রোফাইল হিসেবে নিজের সিভি তৈরি করতে পারাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
আজ ১৪ই জানুয়ারী ২০২২, শুক্রবার; গ্র্যাজুয়েড, শিক্ষার্থী ও ডিইসি সদস্যদের জন্য সিভি এন্ড রিজিওমি রাইটিং এর উপর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়। উক্ত ট্রেনিং সেশন এ ট্রেইনার হিসেবে ছিলেন ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব এর সম্মানিত সেক্রেটারি জনাব আবিদুর রহমান আসিফ ।
এতে বিভিন্ন শিক্ষার্থী, গ্র্যাজুয়েড ও ডিইসি সদস্যরা উপস্থিত ছিলেন। ট্রেনিং এর আলোচ্য বিষয় সমূহ ছিলঃ
➤সিভি ও রিজিউমি’র পার্থক্য এবং ব্যবহার ক্ষেত্র
➤ক্ষেত্র অনুসারে সিভি’র প্রকার এবং কোন ধাপে কীভাবে সিভি প্রস্তুত ও উপস্থাপন করতে হবে
➤সিভিতে কোন তথ্যসমূহ লিখা উচিত এবং কোন গুলা বর্জন করা উচিত
➤দক্ষতা ও অভিজ্ঞতা কোনটি সিভিতে উল্লেখ্য করা যাবে, কোনটি না
➤মেইলিং এড্রেস (বর্তমান ঠিকানা) & পার্মানেন্ট এড্রেস এর ব্যবহার
➤ক্যারিয়ার অবজেক্টিভ & প্রফেশনাল অবজেক্টিভ এর পার্থক্য
➤জবের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার ইত্যাদি।
এই প্রশিক্ষন আয়োজনে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের সাধারন সদস্য আস-আদ নূর হোসাইন।
গ্যালারীঃ